বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নামে তমলুক থানায় অভিযােগ দায়ের

বিজেপির রাজ্য মহিলা মাের্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তমলুক থানাতে অভিযােগ দায়ের হল। তৃণমূলের এক কর্মীর অভিযােগের ভিত্তিতে এই মামলা হয।

Written by SNS Tamluk | November 28, 2020 9:08 pm

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (ছবি: ফেসবুক | @agnimitra.in)

গত ২৪শে নভেম্বর তমলুকে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে বিজেপির মহিলা মাের্চার সভাতে সভানেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বাংলায় ধর্ষনের ঘটনায় যুক্ত রয়েছেন তৃণমূলের যুবকরা , কাজ দিতে পারেনি মমতা, গা গরম হলে ধর্ষনের কথা বলেন, এই ধরনের কু-রুচিকর বক্তব্যের বিরুদ্ধে বিজেপির রাজ্য মহিলা মাের্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানাতে অভিযােগ দায়ের হল। তৃণমূলের দলের তরফে এক কর্মীর অভিযােগের ভিত্তিতে এই মামলা হয। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা সভাপতি নবারুন নায়েক জানান আইনের পথেই তৃণমূলের এই মামলার জবাব দেওয়া হবে। একজন মহিলা হয়ে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন, তার তীব্র ধিক্কার জানাই বলে জানান তৃণমূলের মেন্টর আনন্দময় অধিকারী।