• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

আদিবাসী কল্যাণে কমিটি, পর্যটনে জোর মমতার

যারা হোম স্টে তৈরি করতে ইচ্ছুক, তাঁদের সরকারি অনুদান দিয়ে সাহায্য করার বিষয় সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হয়। পর্যটন বিকাশের ক্ষেত্রে জঙ্গলমহল ও সুন্দরবন এলাকা হোম স্টে তৈরিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

জঙ্গলমহল সহ রাজ্যের আদিবাসী–অধ্যুষিত এলাকায় পর্যটনের প্রচার ও প্রসারে আরও বেশি করে নজর দিতে চাইছে রাজ্য। সোমবার নবান্নে আয়োজিত আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আদিবাসীদের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্পের রূপায়ণ করা হয়েছে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।

এদিন আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফে কয়েকটি প্রস্তাব মুখ্যমন্ত্রী কাছে রাখা হয়েছিল। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যটনের প্রসারের ক্ষেত্রে পদক্ষেপ করবে রাজ্য সরকার। রাজ্যের ৪ জন মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুুলুচিক বড়াইককে নিয়ে একটি কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। এই কমিটি আদিবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব অভিযোগের কথা শুনবে। আদিবাসী গ্রামগুলিতে বাইরে থেকে লোকেরা এসে হোম স্টে তৈরি করছেন। তাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কোনও উপকার হচ্ছে না। যারা হোম স্টে তৈরি করতে ইচ্ছুক, তাঁদের সরকারি অনুদান দিয়ে সাহায্য করার বিষয় সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হয়। পর্যটন বিকাশের ক্ষেত্রে জঙ্গলমহল ও সুন্দরবন এলাকা হোম স্টে তৈরিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য।

রাজ্য সরকার আদিবাসীদের জন্য যে সব প্রকল্পের রূপায়ণ করেছেন সেগুলির সুযোগ সুবিধা উপভোক্তারা সঠিকভাবে পাচ্ছেন কি না তা–ও খতিয়ে দেখতে বলেন মমতা। এরপর পাঁচের পৃষ্ঠায়