• facebook
  • twitter
Monday, 15 December, 2025

আইন বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরে স্মারক ডাকটিকিট

প্রখ্যাত আইনবিদ এন. আর. মাধব মেননের উদ্যোগে তৈরি এই বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ আইন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম।

পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর রজত-জয়ন্তী উৎসবের সূচনা হল টাউন হলে। ২৫ বছরের পথচলার স্মরণে বৃহস্পতিবার প্রকাশ করা হয় বিশেষ স্মারক ডাকটিকিট ‘মাই স্ট্যাম্প’। ডাক বিভাগের ফিলাটেলি ব্যুরোর সহযোগিতায় এটি প্রকাশিত হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অপূর্ব সিনহা রায় এবং চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নির্মল কান্তি চক্রবর্তী বলেন, ‘বিশেষ ডাকটিকিট প্রকাশ আমাদের জন্য গর্বের মুহূর্ত। এটি শুধু উৎসব নয়, সমাজের ভরসার প্রতীক।’

Advertisement

প্রখ্যাত আইনবিদ এন. আর. মাধব মেননের উদ্যোগে তৈরি এই বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ আইন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এনএএসি কর্তৃক ‘এ প্লাস’ পাওয়া এনইউজেএস ২০২৫ সালের এনআইআরএফ তালিকায় আইন শিক্ষায় দেশের চতুর্থ স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। বিচারপতি শিবজ্ঞানম এদিন বলেন, ‘এনইউজেএস দেশের মধ্যে সেরা। চতুর্থ স্থান থেকে খুব তাড়াতাড়ি প্রথম স্থান অধিকার করবে এই বিশ্ববিদ্যালয়।’

Advertisement

রজতজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা বছর নানা অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement