নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ৯ জুলাই: মঙ্গলবার পূর্ব বর্ধমানের এসটিকেকে রোডে কালনা -১ ব্লকের কিষাণ মান্ডির সামনে ১৬ চাকা কয়লার গাড়ি উল্টে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোর সাড়ে চারটে থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তিন কিলোমিটার সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকশো গাড়ি আটকে পড়ে যানজটে। তবে দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই।
জানা গেছে, টায়ার ফেটে গাড়িটি উল্টে যায়। এছাড়া চালকও ঘুমিয়ে পড়েছিল। হলদিয়া থেকে কয়লা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল ট্রাকটি। সকালেই খবর পেয়ে পুলিশ ও কালনা মহকুমা প্রশাসনের তৎপরতায় যানবাহন চলাচল চালু করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা পার হয়ে যায়।
Advertisement
Advertisement
Advertisement



