সুষ্ঠুভাবে ভােট করাতে চাইলে অবিলম্বে সিএমও অফিসে তালা লাগাতে হবে: শুভেন্দু অধিকারী

নবান্নে আরজেডি নেতা তেজস্বী যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Written by Ankita Acharya Nadia | March 2, 2021 12:17 pm

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

নবান্নে আরজেডি নেতা তেজস্বী যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, সুষ্ঠ ভাবে ভােট করাতে চাইলে অবিলম্বে সিএমও (চিফ মিনিস্টার অফিস) অফিসে তালা লাগাতে হবে নবান্ন’তে রাজনৈতিক বৈঠক চলছে নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রেখেছে কেন? মুখ্যমন্ত্রীর কথা মত বিজেপি নেতারা বহিরাগত হলে তেজস্বী যাদব বহিরাগত নয় কেন?

নদিয়া জেলার বীরনগর উলা সাধারণ পাঠাগার ময়দানে ভারতীয় জনতা পার্টির জনসভায় এসে মূলত রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত নেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা বলেন, আমরা ভারতীয় তারপর বাঙলি আর মুখ্যমন্ত্রী বাঙালির সেন্টিমেন্ট নিয়ে বাংলায় জিততে চাইছেন সেটা হবে না

পাশাপাশি শুভেন্দু অধিকারী আরাে বলেন, নির্বাচন এগিয়ে এসেছে জেলার সমস্ত ডিএম, এসপি কে সরাতে হবে দল ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবে নির্বাচন বিধি শুরু হয়ে গিয়েছে তা সত্ত্বেও এখনাে সবুজসাথী সাইকেল, চেক বিলি হচ্ছে মুখ্যমন্ত্রী নিজের স্বার্থে কোনাে আইন মানেন না এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও জগন্নাথ সরকার