• facebook
  • twitter
Friday, 14 November, 2025

মেয়রের ফোনে মৃতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, পাশে থাকার আশ্বাস

মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাতভর বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মঙ্গলবার মৃত্যু হয়েছে ৯ জনের। বুধবার সকালে তাঁদের মধ্যে ২ জনের বাড়িতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের ফোনেই মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে জমা জলে মঙ্গলবার তলিয়ে গিয়েছিল যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ কলকাতার বিস্তীর্ণ এলাকা। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর-সহ একাধিক জায়গায় মোট মৃত্যু হয় ৯ জনের। মোমিনপুরের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে যান ঠাকুরপুকুরে। মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মেয়র। ফিরহাদের ফোন থেকেই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মমতা। তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী সিইএসসিকে আক্রমণ করেছিলেন। সিইএসসি-র উদাসীনতার জন্যই এই মৃত্যু বলে দাবি করেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘সিইএসসি-র উচিত, মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া। এখানে ওরা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।‘