• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

প্রতি মাসে ৫ হাজার টাকা, পরিযায়ীদের পুনর্বাসনে ‘শ্রমশ্রী’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মমতা জানিয়েছিলেন, বাংলায় ফিরলে সরকার তাঁদের পাশে থাকবে, পুনর্বাসনের যাবতীয় দায়িত্ব নেবে রাজ্য। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের মাধ্যমে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে রাজ্য সরকার। এক বছরের মধ্যে কাজ না মিললে, ততদিন পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবার পিছু ৫ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। সেইসঙ্গে থাকছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী এবং ‘উৎকর্ষ বাংলা’-র মাধ্যমে পেশাগত প্রশিক্ষণের সুবিধাও।

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শ্রমিকদের জন্য চালু হচ্ছে আলাদা পোর্টাল। ভিনরাজ্যের কাজ ছেড়ে বাংলায় ফিরলে সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এরপরই মিলবে ‘শ্রমশ্রী’-র সব সুবিধা। শুধু আর্থিক সহায়তাই নয়, এই প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিও পাবে সরকারি পরিষেবা। শিশুদের জন্য সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা করবে রাজ্য। স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা – সর্বক্ষেত্রে থাকবে বিশেষ সহায়তা। সরকারি জব কার্ডও দেওয়া হবে তাঁদের।

Advertisement

সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। সেই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যত কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফিরে আসা শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ শুধুমাত্র একটি প্রকল্প নয়, বরং এক মানবিক আশ্বাস – বাংলার সরকার তাঁদের পাশে রয়েছে, তাঁদের ভবিষ্যতের দায়িত্ব নিচ্ছে।

Advertisement