কলকাতা পুরসভা শেষবেলায় তৃণমূল নামতে নির্বাচনের প্রার্থীদের সমর্থনে প্রচারে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা এলাকায় প্রচারসভা করবেন তিনি।
তৃণমূল সূত্রের খবর, ১৬ ডিসেম্বর প্রথমে বাঘাযতীন যুব সংঘের মাঠে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে পারেন মমতা।
Advertisement
এর পর ওই দিনই বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের ২১ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পারেন বেহালা চৌরাস্তায়। প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৯ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। পুরভোটের প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর বিকেল ৫ টায়।
Advertisement
Advertisement



