• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কী কারণে মন্ত্রীসভার বদল হচ্ছে, তা বলতে পারব না। এটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (File Photo: IANS)

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কী কারণে মন্ত্রীসভার বদল হচ্ছে, তা বলতে পারব না। এটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। আরও বলেন, কাকে মন্ত্রী করবে, কাকে করবে না, কাকে ঘাড় ধাক্কা দেবে সেটা ওদের ব্যাপার।

এখন বাবুল খারাপ হয়ে গেলেন। রাজবংশী মহিলা সাংসদও খারাপ হয়ে গেলেন। আসলে তাঁদের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। যে সমস্ত মানুষকে নিয়ে এখন বাড়াবাড়ি হচ্ছে, তাঁরা কখনও মানুষের কাজে লাগবে না।

Advertisement

এদিকে, কোভিড পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ইস্তফা নিয়েও কটাক্ষের সুরে বলেন, বিজেপি করােনাকে একটুও গুরুত্ব দেয় না। তাহলে দেশে সেকেন্ড ওয়েভ হত না।

Advertisement

তারা কেবলমাত্র রাজনীতি করে। রাজনীতিকেই গুরুত্ব দেয়। নাহলে দেশের সকল মানুষ এতদিন ভ্যাকসিন পেয়ে যেত। সমবায় আন্দোলনকে আরও মজবুত করতেই সরকারে জুড়ল সমবায় মন্ত্রক। দেশে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই উদ্যোগ।

Advertisement