আন্ডার প্রসেস নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জন পরিষেবার ক্ষেত্রে কোনও রকম দীর্ঘসূত্রিতা বা ঢিলেমি যে তিনি বরদাস্ত করবেন না, সোমবার পুরুলিয়ার সভা থেকে তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

Written by SNS Kolkata | May 30, 2022 6:12 pm

জন পরিষেবার ক্ষেত্রে কোনও রকম দীর্ঘসূত্রিতা বা ঢিলেমি যে তিনি বরদাস্ত করবেন না, সোমবার পুরুলিয়ার সভা থেকে তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার একাধিক অসমাপ্ত কাজের পরিসংখ্যান তুলে ধরে আধিকারিকদের কাছে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন,” অনেক কাজ দেখলাম আমাকে বলা হচ্ছে আন্ডার প্রসেস। এই আন্ডার প্রসেস ব্যাপারটা কী? খায় না মাথায় দেয়?”

এই জেলার একাধিক উন্নয়নের কাজের স্ট্যাটাস দেখে রীতিমতো অসন্তুষ্ট হয়ে যান মুখ্যমন্ত্রী।

শুধুমাত্র শোনা কথায় নয়, হাতে কাগজপত্র নিয়ে আধিকারিকদের কাছে মুখ্যমন্ত্রীর সরাসরি প্রশ্ন,” অনেক কাজের স্ট্যাটাস দেখেছি আন্ডার প্রসেস।

কত কাজ আন্ডার প্রসেস? যে সব কাজ হচ্ছে না, সেগুলো কে ই এইভাবে দেখানো হচ্ছে । ”

এখান থেকেই মুখ্য সচিবকে পাশে বসিয়ে আধিকারিকদের কাছে মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা, ” আন্ডার প্রসেস বলে কিছু এড়িয়ে যাবেন না আমি চাই সব কাজ সময়ের মধ্যে মিটিয়ে ফেলুন। এই আন্ডার প্রসেসের তালিকা দয়া করে বাড়াবেন না।”