চা বাগানে ধরা পড়ল চিতা

ঘটনাটি ডুয়ার্সের রিয়াবাড়ি চা বাগান এলাকায় ঘটেছে।

Written by SNS New Delhi | July 7, 2019 3:20 pm

খাঁচা বন্দি হল চিতাবাঘ।ঘটনাটি ডুয়ার্সের রিয়াবাড়ি চা বাগান এলাকায় ঘটেছে। গত কয়েকদিন ধরেই চা বাগানের শ্রমিক লাইন সহ বাগানে চিতাবাঘের আতঙ্ক ছিল। শ্রমিকরা বারবার বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের বাগানে চিতাবাঘের উপস্থিতি নিয়ে জানিয়ে আসছিল।এরপরই বনকর্মীরা বাগানে খাঁচা পাতে।শনিবার ভােরেই বাগানে পাতা খাঁচায় চিতাবাঘ বন্দি হবার খবর পায়।উৎসাহিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চিতাবাঘ দেখতে ভিড়ও জমায়।তবে দেরি না করে খাঁচা বন্দি চিতাবাঘ নিয়ে দ্রুত বনকর্মীরা গরুমারার উদ্দেশ্যে রওনা হয়।সেখানে চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসাও করানাে হবে বলে জানা গিয়েছে।চিতাবাঘের আতঙ্কের জেরে বাগানের কাজ ব্যাহত হচ্ছিল ভেবেই ম্যানেজার গত ৩০ জুন বনবিভাগের কাছে চিঠি দিয়ে খাঁচা পাতার আবেদন জানায়।

এদিন সকালে খাঁচা বন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকরা। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা বলেন,কোনও আহত হবার ঘটনা ঘটেনি।তবে খাঁচা বন্দি চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।সেই উদ্দেশ্যেই গরুমারা নিয়ে যাওয়া হয়েছে।