• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

রামপুরহাটে ছাত্রীকে ধর্ষণ–খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আদালতে চার্জগঠন

গত সেপ্টেম্বর মাসে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ–খুনের পর দেহ কয়েক টুকরো করে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল

প্রতীকী চিত্র

রামপুরহাট আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় মঙ্গলবার রামপুরহাট আদালতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ–খুনের পর দেহ কয়েক টুকরো করে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ পাল গ্রেপ্তার হন। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আদালতে চার্জগঠন হয়। এদিন তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছিল। নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি।
সেপ্টেম্বর মাসে ওই আদিবাসী ছাত্রীর দেহ উদ্ধারের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্কুল শিক্ষক মনোজ পালকে। ধৃতের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ জোগাড় করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার ১০ দিনের মাথায় অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মনোজের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মৃতার পরিবারের দাবি, দ্রুত মামলার শুনানি করে অভিযুক্ত শিক্ষককে ফাঁসি সাজা ঘোষণা করতে হবে।
জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সব তথ্য জোগাড় করে নেওয়া হয়েছে। পাশাপাশি ফরেন্সিক রিপোর্ট পুলিশের হাতে রয়েছে। আইনের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তের শাস্তির দাবি জানানো হবে। এরপরই মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আদালতে চার্জগঠন হয়। এদিন সকালে রামপুরহাট আদালতে নিয়ে আসা হয়েছিল মনোজকে। এর জন্য আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তিনি সাংবাদিকদের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মতো অভিযোগও রয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ইতিমধ্যেই আদালতে পিটিশন দাখিল করা হয়েছে। দ্রুত এই মামলার ট্রায়াল শুরু হবে বলে আশাবাদী মৃতার পরিবারের সদস্যরা

Advertisement

Advertisement