খড়গপুর ২ নং ব্লকের চাঙ্গোয়ালগ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কার্যালয়ের পাঁচটি ল্যাম্পটপ, দু’টি গুরুত্বপূর্ণ ফাইল এবং সাড়ে ছ’হাজার টাকা নিয়ে পালিয়েছে।
পঞ্চায়েতের প্রধান সীতা টুডু বলেন, কার্যালয়ের পাশেই একটি মােবাইল টাওয়ার আছে। চোরেরা সম্ভবত টাওয়ার দিয়ে কার্যালয়ের পাশের একটি একতলা বাড়ির ছাদে ওঠে। ছাদ থেকে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের জানালা ভেঙে তারা ভিতরে ঢােকে।
Advertisement
প্রধান বলেন, কার্যালয়ের আলমারিওলি তছনছ করা হয়েছে। পুলিশে অভিযােগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিরােধীদের বক্তব্য, নিজেদের অপকীর্তি ঢাকতেই ফাইল এবং ল্যাম্পটা লােপাট করছে তৃণমূল পরিচালিত চাঙ্গোয়াল গ্রাম পঞ্চায়েত।
Advertisement
Advertisement



