কলকাতা, ৪ মার্চ: আজ, সোমবার বিকেলের পর তিলোত্তমা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। আকাশ সারাদিন মেঘলা থাকবে। গতকালের তুলনায় আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ সারাদিন তাপমাত্রা ২৩ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালও সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। সেজন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০-৪০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
Advertisement
Advertisement
Advertisement



