• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাজ্যে গঙ্গা দূষণ রােধের জন্য ৫৯২ কোটি বরাদ্দ করল কেন্দ্র

পশ্চিমবঙ্গে গঙ্গা দূষণ রােধে উল্লেখযােগ্য পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এই রাজ্যের জন্য ৫৯২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকারের জল শক্তি দফতর।

দুষিত গঙ্গা

পশ্চিমবঙ্গে গঙ্গা দূষণ রােধে উল্লেখযােগ্য পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এই রাজ্যের জন্য ৫৯২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকারের জল শক্তি দফতর।

উল্লেখযােগ্যভাবে লােকসভা নির্বাচনে বিজেপির ‘সংকল্প পত্র’ অনুসারে ‘জল শক্তি’ দফতর তৈরি করা হয়েছে। গজেন্দ্র সিং শেখাওতকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, এই বরাদ্দ অর্থে হাওড়া, বালি, বরানগর এবং কামারহাটিতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে। গঙ্গায় যাতে অপরিষ্কার জল না মেশে তার জন্য এই পদক্ষেপ বলেও সূত্রের খবর।

Advertisement

Advertisement