• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

রাজ্যপালের ভাষণে শুরু হবে বাজেট অধিবেশন

বিধানসভার আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১০ ফেব্রুয়ারি তিনি বিধানসভায় যাবেন। ওই দিনই বাজেট অধিবেশন শুরু হবে।

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিধানসভায় আমন্ত্রণ জানাল রাজ্য বিধানসভা। প্রথা মেনে সেদিন রাজ্যপালের বক্তৃতা দিয়েই ২০২৫ সালের বাজেট অধিবেশন শুরু হবে। শুক্রবার এ কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিধানসভার আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১০ ফেব্রুয়ারি তিনি বিধানসভায় যাবেন। ওই দিনই বাজেট অধিবেশন শুরু হবে। বিধানসভায় গিয়ে বক্ততা দেবেন সিভি আনন্দ বোস। এ বিষয়ে স্পিকার জানান, রাজ্যপালের ভাষণের মাধ্যমেই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ভাষণের উপর আলোচনার জন্যেও একদিন হাতে রাখা হয়েছে। তারপর ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে।

রাজ্য–রাজ্যপাল সংঘাতের ঘটনা নতুন কিছু নয়। তবে কয়েকবছর ধরে বাংলায় তা বৃহৎ আকার নিয়েছে। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকার সময় থেকেই রাজ্যের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। ধনখড়ের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও রাজ্যের সম্পর্ক প্রায় তলানিতে। এই সংঘাতের আবহে ২০২৪ সালে রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল। অপরদিকে রাজ্যপালের বিরুদ্ধেও একাধিক অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব।

তবে বর্তমানে সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। গত ২৬ জানুয়ারি আমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাজেট অধিবেশন শুরুর আগে সূচনা ভাষণের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজভবনে চিঠি পাঠিয়ে এই আমন্ত্রণ জানিয়েছে বিধানসভার সচিবালয় ও পরিষদীয় দপ্তর। সেই আমন্ত্রণই গ্রহণ করেছেন সিভি আনন্দ বোস। একে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের দূরত্ব ঘোচার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।