এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধরা পড়ল দালালচক্র। হাসপাতাল চত্ত্বরে দালালচক্র চালানোর অভিযোগে সোমবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরি ও নার্সিংহোমগুলির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এমজেএন মেডিক্যালে আসা রোগীদের ভুল বুঝিয়ে তাঁরা নির্দিষ্ট কিছু বেসরকারি ল্যাব ও নার্সিংহোমে নিয়ে যেতেন। তার বিনিময়ে সেখান থেকে মোটা টাকা কমিশন পেতেন তাঁরা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। এদিন আচমকাই অভিযান চালিয়ে হাতেনাতে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
Advertisement
এর আগেও কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালচক্রের অভিযোগ উঠেছে। বিশেষ করে ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব ঘটলে এখানে সক্রিয় হয়ে ওঠে দালালচক্র, এমন অভিযোগ বহুদিনের। বড় অঙ্কের অর্থের বিনিময়ে তারা রক্তদাতা জোগাড় করে দেয় বলে অভিযোগ। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলিতে দালালচক্র নিষ্ক্রিয় করতে তৎপরতা বেড়েছে, বাড়ানো হয়েছে নজরদারিও।
Advertisement



