• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোচবিহারে কলেজ হস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রতীকী ছবি

এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কোচবিহারের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। কলেজের হস্টেল থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁর পরিবারের লোকজনকে খবর দিয়েছেন। মৃতের পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ। বর্ধমানের বাসিন্দা তিনি। সম্প্রতি ছুটিতে বাড়ি গিয়েছিলেন অন্বেষা। রবিবার তিনি সেখান থেকে কলেজে ফেরেন। এরপর সব ঠিকঠাকই ছিল। বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ সহপাঠীরা অন্বেষার সাড়া শব্দ পাচ্ছিলেন না। এরপর দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকালেই ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা।

Advertisement

কৃষ্ণগোপাল মিনা জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। তার পরেই এই মামলা সম্পর্কে আরও তথ্য দেওয়া হবে পুলিশের তরফে। ওই হস্টেলের ওয়ার্ডেন সবিতা মোদক জানান, বৃহস্পতিবার রাতে অন্য এক বন্ধুর ঘরে থাকার কথা ছিল অন্বেষার। কিন্তু রাত দেড়টা বেজে যাওয়ার পরেও না যাওয়ায় সন্দেহ হয় ওই বন্ধুর। এরপর ওই বন্ধু দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে অন্বেষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বন্ধুরা মিলেই তাঁকে প্রথমে নার্সিংহোমে এবং পরে এমজেএম মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান।

Advertisement

Advertisement