মুর্শিদাবাদের রানিনগরে মঙ্গলবার সকালে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অতিরিক্ত যাত্রী ও সাইকেলের ভারে মরা পদ্মানদীতে একটি নৌকা উল্টে যায়। ঘটনায় এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ কৃষকের নাম সুমন শেখ ওরফে সুজন (৩০), বাড়ি ডোমকলের মোহনগঞ্জ রামনগর পাড়ায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই প্রায় ৩০ থেকে ৩৫ জন কৃষক ২০টিরও বেশি সাইকেল সহ একটি নৌকায় ওঠেন। তাঁদের গন্তব্য ছিল মরা পদ্মানদী পেরিয়ে ওপারের মাঠ। মাঝনদীতে পৌঁছতেই অতিরিক্ত ভারে নৌকাটি দুলতে শুরু করে। নৌকার ফ্যানের দিক দিয়ে জল উঠতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রীরা যখন একদিকে ঝুঁকে পড়েন, তখনই ভারসাম্য হারিয়ে উল্টে যায় নৌকাটি।
Advertisement
নৌকায় থাকা অধিকাংশ যাত্রী কোনওরকমে সাঁতরে পাড়ে উঠতে পারলেও, নিখোঁজ হয়ে যান সুমন শেখ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকা উলটে যাওয়ার সময় সুমন একেবারে নৌকার নিচে পড়ে যান।
Advertisement
সুমনের বাবা গোলাপ শেখও ওই নৌকায় ছিলেন। তিনি জানান, ‘নৌকায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। মাঝি সবাইকে নড়াচড়া করতে বারণ করেছিলেন। কিছু দূর যেতেই দেখি নৌকার ফ্যানের পাশ দিয়ে জল ঢুকছে। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই নৌকাটি উল্টে যায়। আমি ও আমার দুই ছেলে কোনওরকমে সাঁতরে উঠলেও সুমন আর উঠতে পারেনি।’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিনগর থানার পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। নিখোঁজ কৃষকের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। নদীপথে অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারির দাবি তুলেছেন এলাকাবাসী।
Advertisement



