অমিত শাহ সভায় কালো পতাকা

পরিবর্তন যাত্রার সূচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় বাঁশের ব্যারিকেড ভেঙে কালাে পতাকা দেখালেন কয়েক জন মহিলা।

Written by SNS Namkhana | February 19, 2021 6:40 pm

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (File Photo: IANS)

নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় বাঁশের ব্যারিকেড ভেঙে কালাে পতাকা দেখালেন কয়েক জন মহিলা। নিরাপত্তারক্ষীরা তাঁদের ওখান থেকে সরিয়ে দেন। তাতেও কেউ নিরস্ত হননি।

বরং আরও বেশি মহিলা বিক্ষোভ দেখান। ফলে সাময়িকভাবে সভায় বিশৃঙ্খলা তৈরি হয়। অমিত শাহ নিজে সকলকে শান্ত হওয়ার আবেদন জানান। নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরই নামখানার সভামঞ্চে বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ।

সেসময় তারই মধ্যে কয়েকজন মহিলা বাঁশের ব্যারিকেডের উপর উঠে কালাে পতাকা দেখান তাঁকে। কৈখালী শিক্ষক সমিতি লেখা ছিল কালাে পতাকার নীচে। তা চোখে পড়ামাত্রই নিরাপরক্ষীরা তাঁদের রীতিমতাে টেনে হিঁচড়ে নামিয়ে দেন।