• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপি

মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসক দীন নারায়ন ঘােষের হাতে তাদের দাবি-দাওয়া সম্মিলিত স্মারকলিপি লিপি তুলে দিলাে বিজেপি

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: IANS)

আস্ফান দুর্নীতিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সােমবার বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসক দীন নারায়ন ঘােষের হাতে তাদের দাবি-দাওয়া সম্মিলিত স্মারকলিপি  তুলে দেওয়া হল।

মেদিনীপুর শহরের কেরানিতলা থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে বিজেপি দলের নেতাকর্মীরা ডেপুটেশন দেয়। ওই মিছিলে নেতৃত্বদেন বিজেপি নেতা দেবাশীষ দাস, সুব্রতখাঁড়, অভীক চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement

কয়েক হাজার বিজেপি সমর্থক ওই মিছিলে শামিল হয়েছিলেন। ওই মিছিল থেকে শ্লোগান ছিল আস্ফানের টাকা খেলে কেন তৃনমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সর্বক্তরের মানুষ এক হও। রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে কেন তৃণমূল জবাব চাই জবাব দাও।

Advertisement

টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লা কে খুন করলে কার স্বার্থে পুলিশ তুমি জবাব চাই জবাব দাও। তবে ওই মিছিল কে ঘিরে কোনাে রকম অশান্তির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে বিজেপির কর্মসূচি শেষ হয়।

Advertisement