• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নন্দীগ্রামে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বিক্ষুব্ধ নেতারা। শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরাও। বিক্ষুব্ধদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস, বিজেপি নেতা অশোক করণ প্রমুখ।

প্রতীকী চিত্র

নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর খাসতালুক, এবার সেখানেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। ১০ নভেম্বর রবিবার জমি আন্দোলনে নিহতদের স্মরণসভায় আলাদা করে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গেল ২ পক্ষকে। এই ঘটনায় তুমুল শোরগোল শুরু হয়েছে। বিক্ষুব্ধদের অভিযোগ, বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় দলে একঘরে করে দেওয়া হয়েছে তাঁদের।

রবিবার সকালে গোকুলনগরের কর পল্লিতে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন শুভেন্দুবাবু। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বিক্ষুব্ধ নেতারা। শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরাও। বিক্ষুব্ধদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস, বিজেপি নেতা অশোক করণ প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির উপযুক্ত তদন্ত ও পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মণ্ডলের শাস্তির দাবিতে সম্প্রতি থানায় স্মারকলিপি জমা দিয়েছিলেন দেবাশিসবাবুরা। এর পর থেকে দলের অন্দরে তাঁরা একঘরে হয়ে পড়েন। তার জেরে রবিবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তাঁরা।

Advertisement

Advertisement