• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আগরতলা থেকে কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা

ফের বিপত্তি ইন্ডিগোর উড়ানে। মঙ্গলবার দুপুরে আগরতলা থেকে কলকাতা আসার পথে ইন্ডিগোর একটি বিমানে সমস্যার সৃষ্টি হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের বিপত্তি ইন্ডিগোর উড়ানে। মঙ্গলবার দুপুরে আগরতলা থেকে কলকাতা আসার পথে ইন্ডিগোর একটি বিমানে সমস্যার সৃষ্টি হয়। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের বাম দিকের ইঞ্জিনে একটি পাখি ধাক্কা দেয়। ফলে কেঁপে ওঠে ফ্লাইটটি। বিপদ বুঝে পাইলট আর কোনওরকম ঝুঁকি নেননি। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে টেক অফ করেছিল ৬ই – ৯২০৩ বিমানটি। দুর্ঘটনার পর ফের মহারাজা বীর বিক্রম বিমানবন্দরেই ফিরে আসে বিমানটি। এই ঘটনার পর বিমানটি মঙ্গলবার আর ওড়েনি। সেটি পরীক্ষা করছেন বিমান সংস্থার কর্মীরা। ইন্ডিগো এয়ারলাইন্স সূত্রে খবর, সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। অন্য একটি বিমানে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement