জলপাইগুড়ি শহরের প্রতিটি সাইনবোর্ডে প্রাধান্য পাবে বাংলা

সম্প্রতি রাজ্য জুড়ে বাংলা ভাষার অপমান নিয়ে একের পর এক প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে জলপাইগুড়ি পুরসভা বাংলা ভাষাকে সম্মান জানিয়ে মহালয়ার দিন থেকে একটি বিশেষ উদ্যোগ নিতে চলেছে। পুরসভার পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, জলপাইগুড়ি শহরের সমস্ত সাইনবোর্ডে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। জলপাইগুড়ি পুর এলাকায় অফিস হোক বা দোকান, শপিংমল হোক বা কোনও প্রতিষ্ঠান, সাইনবোর্ড এবং গ্লোসাইন বোর্ড লিখতে হবে বাংলায়।

পুর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, শহরের প্রতিটি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। ইংরেজি বা অন্য কোনও ভাষা ব্যবহার করা যাবে না তা নয়, তবে বাংলা ভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব হবে। কড়া ভাষায় জানানো হয়েছে, যদি কোনও প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে তাহলে সেই সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।