• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিধানসভায় বাঙালি বাবু ‘মদন’

নববর্ষ নয়, তবু বিধানসভা অধিবেশনের পয়লা দিনে ধুতি-পাঞ্জাবি আর স্টাইলিশ চটিতে একেবারে 'বাঙালি বাবু’ সেজেই সভায় এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Photo: Facebook@MadanMitraofficial)

নববর্ষ নয়, তবু বিধানসভা অধিবেশনের পয়লা দিনে ধুতি-পাঞ্জাবি আর স্টাইলিশ চটিতে একেবারে ‘বাঙালি বাবু’ সেজেই সভায় এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর এভাবেই তিনি নজর কাড়লেন বার।

কেন এরকম সাজ? উত্তরে মদন মিত্র বললেন, এবারের বিধানসভা নির্বাচন ছিল বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। বহিরাগতদের বাংলা দখলের চেষ্টার বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আমরা জিতেছি।

Advertisement

আমরা তাে কোনও গুজরাত বিধানসভায় আসছি, বাংলার বিধানসভাতেই তাে আসছি। তাই বাঙালি সাজে এলে দোষ কী। আগামী দিনে বাঙালি পালাপার্বণে এরকম বাঙালি বেশেই আসবেন বলে জানালেন মদন মিত্র।

Advertisement

Advertisement