বাংলা নিজের মেয়েকে চায়, দেড়দিনে ৫ লক্ষ শেয়ার, দাবি তৃণমূলের

ভােট ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান তৈরি হচ্ছে। বিজেপি নেতা অমিত শাহ ইতিমধ্যেই ঘােষণা করেছেন, এই রাজ্যের ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।

Written by SNS Kolkata | February 23, 2021 2:07 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: Kuntal Chakrabarty/IANS)

ভােট ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান তৈরি হচ্ছে। বিজেপি নেতা অমিত শাহ ইতিমধ্যেই ঘােষণা করেছেন, এই রাজ্যের ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শহরজুড়ে উঠেছে স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়। 

মুখ্যমন্ত্রী এর আগে অনেকবারই নিজের পরিচয়ে বলেছিলেন, রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, ‘আমি তােমাদেরই লােক’। এবার তাকেই একটু রদবদল করে স্লোগান উঠেছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। 

শনিবার তৃণমূল কার্যালয় থেকে প্রকাশ করা এই স্লোগান নিয়েই ভােটের ময়দানে নামছে তৃণমূল। শাসকদলের দাবি, ৩৩ ঘন্টায় নেটমাধ্যমে মােট পাঁচ লক্ষ শেয়ার হয়েছে এই স্লোগানটি। 

ভােট কুশলী প্রশান্ত কিশােরের তৈরি করা এই স্লোগান কতটা ছাপ ফেলবে বাংলার মানুষের মধ্যে, সেটাই এখন দেখার।