সােমবার দুপুরে বারুইপুর কেশবপুরে একটি ডােবার মধ্যে পেশায় টোটো চালক পঁচিশ বছরের জহিরউদ্দিন ঘরামির গলা কাটা দেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।
Advertisement
স্থানীয় ও পুলিশি সূত্রে জানা গেল, বারুইপুর পদ্মজোলা অঞ্চলের বাসিন্দা টোটো চালক জহিরউদ্দিন রবিবার বাড়ি থেকে বেরিয়েছিল রিজার্ভ ভাড়া পেয়ে। কে ভাড়া নিয়েছিল কোথায় যেত বাড়ির কেউ জানতাে না। পরিবারের ধারণা জহিরউদ্দিনকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement



