রবিবার সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এসবিএসটিসি) একটি বাসের যাত্রীরা। বারাসাত থেকে গড়িয়ার উদ্দেশে রওনা হওয়া বাসটিতে আচমকাই আগুন ধরে যায় বিমানবন্দর সংলগ্ন এলাকায়। যান্ত্রিক ত্রুটিজনিত শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
বাসটি যখন ওই এলাকায় পৌঁছায়, তখন তাতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ বাসের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়তেই শুরু হয় চরম আতঙ্ক। যাত্রীরা প্রাণে বাঁচতে তড়িঘড়ি বাস থেকে নামতে থাকেন। এই হুড়োহুড়ির মধ্যেই আহত হন অন্তত দু’জন যাত্রী। সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর নেই।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং বিমানবন্দর থানার পুলিশ। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটির ভিতর থেকে সব যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়। এই ঘটনার ফলে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভূমিকা নেয় বিধাননগর ট্র্যাফিক পুলিশ। পরে ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী এক যাত্রী বলেন, ‘হঠাৎ বাসের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়। দ্রুত আমাদের নামিয়ে দেওয়া হয়।’ অপর এক যাত্রীর কথায়, ‘বাসটি দেখতে একেবারে নতুন ছিল। এত দ্রুত আগুন লাগল কীভাবে, সেটাই ভাবাচ্ছে।’
প্রসঙ্গত, চলন্ত সরকারি বাসে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে পাইকপাড়া এলাকাতেও শর্টসার্কিট থেকে এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এদিনের ঘটনা ফের একবার সরকারি বাসের রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। দমকল ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চালানো হবে।