• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে বাবা বানিয়ে বসবাস, গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক

মাঝে মধ্যেই বাংলাদেশে যাতায়াতও করতেন তিনি। এই যাতায়াতের সময়েই বিএসএফের জওয়ানদের সন্দেহ হয় এবং শুক্রবার তাঁকে পাকড়াও করা হয়।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতিতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি নথি জালিয়াতির মাধ্যমে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলে অভিযোগ উঠেছে। ধৃতের নাম মহম্মদ বাবু। তাঁর আসল বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার শ্রীরামপুর গ্রামে।

অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী শাহেদুল শেখকে ‘বাবা’ হিসেবে উল্লেখ করে তিনি আধার কার্ড ও ভোটার কার্ড সংগ্রহ করেন। নিয়মিতভাবে ভারতে বসবাস করছিলেন তিনি। এমনকি, মাঝে মধ্যেই বাংলাদেশে যাতায়াতও করতেন। এই যাতায়াতের সময়েই বিএসএফের জওয়ানদের সন্দেহ হয় এবং শুক্রবার তাঁকে পাকড়াও করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।

Advertisement

এদিকে মুর্শিদাবাদ জেলা পুলিশের অধীনস্থ রানিতলা থানার এলাকা থেকে আরও দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরোনোর সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ কাউসার আলি ও মহম্মদ শাহাবুল ইসলাম। তাঁরা দু’জনেই বাংলাদেশের রাজশাহী জেলার বেরাপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

ধৃত তিনজনকেই আদালতে তোলা হয়েছে। নথি জালিয়াতি এবং অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দল কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করে না। যদি কোনও তৃণমূল কর্মীর সঙ্গে ধৃতের যোগাযোগ প্রমাণিত হয়, তবে উপযুক্ত আইনি করা হবে। এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ।

Advertisement