রাষ্ট্রপতি শাসনের অবস্থায় পৌঁছেছে রাজ্য,দাবি বাবুলের

রাষ্ট্রপতি শাসন নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Written by SNS New Delhi | July 7, 2019 2:02 pm

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Photo: IANS)

রাষ্ট্রপতি শাসনের পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গ,শনিবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।তিনি জানান,সাধারণ মানুষ প্রশ্ন করছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন কবে লাগু হবে।নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে আসানসােলের সাংসদ আরও বলেন,নবদ্বীপে স্বরূপগঞ্জে “জয় শ্রী রাম’’ বলার অপরাধে কৃষ্ণ দেবনাথ বলে এক যুবককে হত্যা করা হয়।তৃণমুলের ‘গুড বুকে’ থাকতে এই ধ্বনির বিরােধিতা করার প্রতিযােগিতা শুরু হয়েছে বলেও অভিযােগ তােলেন তিনি।

রাষ্ট্রপতি শাসন নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।প্রসঙ্গত,লােকসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত সরাসরি রাষ্ট্রপতি শাসনের দাবি করেননি কোনও রাজ্য বিজেপি নেতাই।বরং মুকুল রায় বারবার বলেছেন,রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে তিনি তৃণমুলকে ‘অমর’ হয়ে যাওয়ার সুযােগ করে দিতে চান না।সেই জায়গায় হঠাৎ কেন রাষ্ট্রপতি শাসন নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়?

শনিবার এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান,রাষ্ট্রপতি শাসন জারি হলে সাধারণত যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের প্রতি সাধারণ মানুষের একটা সমবেদনা জন্মায় যা প্রতিফলিত হয় পরবর্তী নির্বাচনে।কিন্তু এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর সাধারণ মানুষের কোনও সমবেদনা  জন্মাবে না,এদিন জোর গলায় এই দাবি করেন বাবুল সুপ্রিয়।পাশাপাশি আসানসােল কেন্দ্রে রাজ্য শাসক দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরবও হন তিনি।