• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেট্রোয় আত্মহত্যার চেষ্টা

বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তরুণী । এই কারণ মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যহত হয়।

কলকাতা মেট্রো (Photo: Kuntal Chakrabarty/IANS)

বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তরুণী । এই কারণ মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যহত হয়।

সূত্রের খবর ওই তরুণীর নাম বুলবুল উড্ডিপুরি (২৫)। তিনি রাজেন্দ্র মল্লিক স্ট্রিটের বাসিন্দা । এদিন তিনি স্টেশনে ই পাস নিয়ে ঢোকেন। তারপর তিনি ডাউন লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনা ঘটেছে রবিবার সকাল ১১.২৫ মিনিটে। তবে ওই তরুণী কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

আরও জানা গিয়েছে সঙ্গে সঙ্গে ওই তরুণীকে উদ্ধার করে মেট্রোর নিরাপত্তা কর্মীরা। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। তারপর সেখান থেকে তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর তরুণীর বাম হাত এবং ডান পা গুরুতর জখম হয়েছে। এই ঘটনার জন্য রবিবার কাল ১১.৩৫ থেকে ১২.২০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে একটি মেট্রোও চলেনি।

Advertisement