রেডিওর শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট আরামবাগে

রেডিও চালাতে গিয়ে সর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হন বছর চল্লিশেকের প্রসাদ দাস। আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘােষণা করা হয়।

Written by SNS Arambagh | October 13, 2020 4:53 pm

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: Getty Images)

রেডিও চালাতে গিয়ে সর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হন বছর চল্লিশেকের প্রসাদ দাস নামে এক ব্যক্তি। আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘােষণা করা হয়। তাঁর বাড়ি আরামবাগের ব্রজমোহনপুর গ্রামে। তিনি পেশায় তাঁত বােনার কাজ করতেন। ঘটনায় শােকের ছায়া সারা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর সকালে মাঠ থেকে ফিরে তাঁত বুনতে বসেছিলেন প্রসাদ দাস। তাঁর এফএম রেডিও চালাতে গেলে সেটি সর্ট সার্কিট হয়ে থাকায় জোরালােভাবে শক লাগে।

তৎক্ষণাৎ ইলেক্টিকের মেন সুইচ অফ করে দেন বাড়ির লােকেরা। তাতেও শেষ রক্ষা হয় নি। আরামবাগ হাসপাতালে নিয়ে এলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।