• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বাধা পেয়ে ধর্নায় অধীররঞ্জন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আকাশ পথে হেলিকপ্টারে বগটুই আসছেন তখন সড়ক পথে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কীর্তি রামমূর্তিরাও যাচ্ছিলেন বগটুই।

অধীররঞ্জন চৌধুরী (File Photo: IANS)

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আকাশ পথে হেলিকপ্টারে বগটুই আসছেন তখন সড়ক পথে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কীর্তি রামমূর্তিরাও যাচ্ছিলেন বগটুই।

কিন্তু অধীরবাবুর কনভয় পূর্ব বর্ধমান ছাড়িয়ে বীরভূমে পৌঁছনোর পরই শ্রীনিকেতনে তাঁর পথ আটকে দাঁড়ায় পুলিশ। তাঁকে যেতে পুলিশ বাধা দিচ্ছে বলে জানিয়ে অধীরবাবু শ্রীনিকেতন চৌ-মাথার মোড়ে রাস্তার উপরে তাঁর সঙ্গীদের নিয়ে বসে পড়লে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

অধীরবাবু অভিযোগ করেন যে, তিনি কোন পথে কোথায় যাবেন তা পুলিশ প্রশাসনকে জানিয়েই তিনি রাস্তায় বেরিয়েছেন। তবুও তাঁকে আটকে দেওয়া হয়।

Advertisement

Advertisement