• facebook
  • twitter
Wednesday, 24 December, 2025

বাড়িতে বসেই প্রশ্নের জবাব দিতে রাজি অনুব্রত

সিবিআই যদি অনুব্রতর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে, তাহলে অনুব্রত বাড়িতে বসেই প্রশ্নের জবাব দিতে রাজি। এমনটাই জানালেন অনুব্রতর আইনজীবী।

সিবিআই যদি অনুব্রতর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে, তাহলে অনুব্রত বাড়িতে বসেই প্রশ্নের জবাব দিতে রাজি। এমনটাই জানালেন অনুব্রতর আইনজীবী। সোমবার আদালতে যাওয়ার আগে অনুব্রত মণ্ডলের চিনার পার্কের বাড়ি যান তার আইনজীবী।

এরপর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে বেরোনোর পর আইনজীবী সাংবাদিকদের বলেন, দাদার শরীর একদম ভালো নেই। তার চেস্ট পেইন হচ্ছে। শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে।

Advertisement

এদিন অনুব্রতর আইনজীবী এও বলেন, সিবিআই যদি বাড়িতে এসে ১৬১ এ ‘দাদার’ বয়ান রেকর্ড করে নিয়ে যায় তাহলে খুব ভালো হয়। শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি।

Advertisement

এরপর শনিবার দুপুর বেলা সিবিআই নোটিশ পাঠায় অনুব্রতকে। যেই নোটিশে বলা হয়, এদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেস তাকে হাজিরা দিতে হবে।

এই তলবের ঘণ্টাখানেকের মধ্যেই সিবিআইয়ের অফিসার চিনার পার্ক এর বাড়িতে পৌঁছে যান। তারা অনুব্রতকে নোটিশ ধরান ভোট-পরবর্তী হিংসার জিজ্ঞাসাবাদের জন্য। সেই নোটিসে অনুব্রতকে রবিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়।

কিন্তু অনুব্রত মণ্ডল শারীরিক কারণের জন্য শনি-রবিবার যাননি। তার আইনজীবী জানান, মক্কেল হাঁটাচলা করতে পারছেন না। নিজাম প্যালেস যাবেন কি ভাবে। সোমবার অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান সিবিআইয়ের তরফে আর কোনো নোটিশ এরপর থেকে আসেনি।

অনুব্রত আইনজীবীকে এও প্রশ্ন করা হয় কেন্দ্রীয় এজেন্সি কি কোন চাপ দিচ্ছে? এই প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো চাপ দেওয়া হচ্ছেনা অনুব্রত মণ্ডলকে।

Advertisement