বাংলায় ক্ষমতায় এলে অ্যান্টি রােমিও স্কোয়াড তৈরি হবে: যােগী 

যােগী বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মেয়েদের স্কুলের বাইরে ঘুরে বেড়ানাে গুন্ডাদের মােকাবিলায় অ্যান্টি রােমিও স্কোয়াড তৈরি করা হবে। 

Written by Sushovan Banerjee Hooghly | April 9, 2021 10:24 am

যোগী আদিত্যনাথ (File Photo: Kuntal Chakrabarty/IANS)

গত ৬ এপ্রিল হুগলির ৮ টি আসনে নির্বাচন হয়ে গেছে। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় হুগলির বাকি ১০ টি বিধানসভায় নির্বাচন রয়েছে। তার মধ্যে এদিন চাঁপদানি ও চণ্ডীতলায় নির্বাচনী প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থীর হয়ে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ। 

বৃহস্পতিবার দুই জায়গাতেই বাংলায় চলা হিংসা ও অরাজকতা নিয়ে তৃণমূল সরকারকে তুলােধনা করার পাশাপাশি কেন্দ্রের ও বিভিন্ন বিজেপি শাসিত সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন যােগী। 

এর পাশাপাশি রাজ্যে মহিলাদের বিশেষ করে ছাত্রীদের উপর বিভিন্ন অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে যােগী বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মেয়েদের স্কুলের বাইরে ঘুরে বেড়ানাে গুন্ডাদের মােকাবিলায় অ্যান্টি রােমিও স্কোয়াড তৈরি করা হবে। 

এমনকি প্রাথমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত মেয়েদের পড়াশােনা ও গণপরিবহনের ক্ষেত্রে কোনও খরচ লাগবে না বলেও জানান তিনি।