ভারতীর বিরুদ্ধে আরও একটি মামলা

Written by SNS February 16, 2018 6:29 am

এবার নগদে দু কোটি টাকা ভারতীর ফ্ল্যাট থেকে

পশ্চিম মেদিনীপুর- মেদিনীপুর শহরের মিয়াবাজারের বাসিন্দা সঞ্জয় মন্ডল ও তার ভাই সুজয় মন্ডল পৈতৃক বাড়িতে বসবাস করলেও মিল ছিল না।

সঞ্জয় পারিবারিক সমস্যা সমাধানের জন্য পুলিশ প্রশাসনের সর্বস্তরে জানানো সত্ত্বেও কোনও লাভ না হওয়ায় তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষকে ব্যাপারটি লিখিত ভাবে জানান।

কিন্তু ভারতী মিমাংসার নাম করে তাঁর ভাই সুজয় মন্ডলের সঙ্গে ষড়যন্ত্র করে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে তাঁকে সপরিবারে বারি ছাড়া করেন। শুধু তাই নয়, তাঁর ঘরে পুলিশ ফাঁড়ি করে দেন। কিন্তু সুজয় পরিবার নিয়ে সেই বাড়ির একাংশে বসবাস করছেন।

এরপর প্রশাসনের সর্বস্তরে ঘুরেও কোনও লাভ হয়নি। সঞ্জয়বাবু স্ত্রী ও মেয়েকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে ভারতী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় মন্ডল।

ভারতী ছাড়াও যে চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তারা হল, কোতোয়ালি থানার তৎকালীন এএসআই ও বরতমানে গোয়ালতোড় থানায় কর্মরত গোপাল কৈবর্ত্য, সঞ্জয়বাবুর ভায় সুজয় মন্ডল ও তাঁর স্ত্রী রমা মন্ডল। আদালত সঞ্জয়বাবুর আবেদন গ্রহন করেছেন।