জমি নিয়ে পারিবারিক বািদের জেরে ভাই এর হাতে মার খেয়ে আর এক ভাই এর মৃত্যু হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল পাথরপ্রতিমার দুর্গা গােবিন্দপুর।
সূত্রের খবর, দুদিন আগে দুই ভাই বিশ্বজিৎ মাইতি ও সুধাংশু মাইতির মধ্যে মারপিট হয়। মার খেয়ে জখম বিশ্বজিৎ কে কাদ্বীপ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানাে হয়।
Advertisement
শুক্রবার ভােরে মৃত্যুর খবর আসে। এই ঘটনায় ভাই সুধাংশু মাইতি কে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় শােকের ছায়া।
Advertisement
Advertisement



