• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রেশন কান্ডে জামিন আনিসুরের

আলিফ আবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' বাকিবুর রহমানের আত্মীয়। বাকিবুরকেও রেশনকাণ্ডে গ্রেফতার করেছিল ইডি।

ফাইল চিত্র

বুধবার বিচার ভবনে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার জামিনে মুক্ত রেশন দুর্নীতি মামলায় ধৃত আনিসুর রহমান। রেশন দুর্নীতি মামলায় গতবছর আগস্ট মাসে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফকে তলব করেছিল ইডি। টানা ১৪ ঘণ্টা জেরার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিন বিচার ভবনের ইডির বিশেষ আদালতের বিচারক জামিন মঞ্জুর করলেন আনিসুরের। জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন আনিসুর। দিতে হবে সাড়ে ১২ হাজার করে মোট ২৫ হাজার টাকার দুজন সিওরিটি বন্ড। তবে মানতে হবে একাধিক শর্ত। আদালতে জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্তকারীরা ডাকলেই দিতে হবে হাজিরা।

সর্বদা চালু রাখতে হবে মোবাইল ফোন। তদন্তকারী সংস্থার কাছে সেই নম্বর দিয়ে রাখতে হবে। এসবের পাশাপাশি সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। এছাড়া অনুমতি না নিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। রেশন দুর্নীতির তদন্তে ২০২৪ সালের আগস্ট মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। সেই সময়ই গ্রেফতার হয়েছিলেন আনিসুর এবং তাঁর ভাই মুকুল রহমান ওরফে আলিফ নুর।

Advertisement

আলিফ আবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমানের আত্মীয়। বাকিবুরকেও রেশনকাণ্ডে গ্রেফতার করেছিল ইডি। তবে তিনিও এখন জামিনে মুক্ত। গত সপ্তাহে প্রায় ১৫ মাস পর জামিন পান রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় ওরফে বালুর জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। অন্য একটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন জ্যোতিপ্রিয়। একই মামলায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাসও জামিনে মুক্ত। তবে প্রভাবশালী তত্ত্বে বারবার জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শেষমেশ তিনিও জামিন পান। এবার পেলেন আনিসুর রহমান।

Advertisement

Advertisement