আনিস: সিটকে ‘শেষ সুযোগ’ হাইকোর্টের

আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যের বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট হাইকোর্টে দাখিল করার পাশাপাশি তার প্রতিলিপি মৃতের পরিবারের আইনজীবীদের দেওয়া হয়েছিল।

Written by SNS Kolkata | March 15, 2022 8:08 pm

সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর এজলাসে হাওড়ার আমতায় আনিস মৃত্যু বিষয়ক মামলার শুনানি চলে।

এদিন নিহত আনিস খানের মৃত্যুর তদন্তে রাজ্যের বিশেষ তদন্তকারী দলের কাজ কতদূর এগোল, সে নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।

এতদিন পরেও তদন্তপ্রক্রিয়া কেন একই জায়গায় আটকে রয়েছে? সে নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। সিটের কাজ আশানুরূপ নয়, এই নিয়ে বারবার অভিযোগ তুলেছেন নিহত আনিসের বাবা।

এদিন মামলার শুনানির সময় হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ‘কোনওরকমভাবেই সিটের তদন্তপ্রক্রিয়ায় প্রভাব খাটানো যাবে না’।  আগামী দশ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাওড়ার আমতায় নিজের বাড়িতে ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যের বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করার পাশাপাশি তার প্রতিলিপি মৃতের পরিবারের আইনজীবীদের দেওয়া হয়েছিল।