দু’দিনের সফরে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বৈঠক—এই দু’টি দিককে গুরুত্ব দিয়েই তাঁর সফরসূচি তৈরি করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। লোকসভা ভোটের পর রাজ্যে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
দলীয় সূত্রের খবর, অমিত শাহের সফরের প্রথম দিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি, ভোট পরবর্তী কৌশল এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি জেলা স্তরের নেতৃত্বের কাজকর্ম ও সাংগঠনিক সমন্বয় নিয়েও নির্দেশনা দিতে পারেন তিনি।
Advertisement
দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। জনসভা, কর্মী সম্মেলন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জোগানোই তাঁর মূল লক্ষ্য বলে জানা যাচ্ছে। বিজেপি নেতৃত্বের মতে, রাজ্যে সংগঠন আরও চাঙ্গা করতে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলার উপর বিশেষ জোর দিচ্ছেন অমিত শাহ।
Advertisement
রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক নয়। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের প্রতিটি স্তরের সংগঠনকে আরও সক্রিয় করতে চায়। অমিত শাহের উপস্থিতি কর্মীদের আত্মবিশ্বাস বাড়াবে।’ একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, শাসক শিবিরের তরফেও এই সফরকে ঘিরে রাজনৈতিক কটাক্ষ শুরু হয়েছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন সফর করেও রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা কাটছে না। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য, সময়ই এর জবাব দেবে।
সব মিলিয়ে, ২৯ ও ৩০ ডিসেম্বর অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর রাজ্যের রাজনৈতিক আবহে নতুন করে উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
Advertisement



