• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

বসিরহাটের স্কুলে দুঃসাহসিক চুরি

প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনপুকুরিয়া সন্ন্যাসী স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

প্রতীকী ছবি

প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনপুকুরিয়া সন্ন্যাসী স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রধান শিক্ষকের ঘর থেকে আনুমানিক ১৫ হাজার টাকা চুরি হয়েছে। পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসায় মোট চারটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলিও নিয়ে গিয়েছে চোরেরা। ওই স্কুলে নৈশপ্রহরী আছে। তারপরেও কীভাবে এই চুরির ঘটনা ঘটল? সেই প্রশ্ন উঠেছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বছর কয়েক আগেও এই স্কুলে চুরি হয়েছিল। সেই চুরির রহস্যভেদ করেছিল পুলিশ।

স্কুল সূত্রে খবর, শনিবার ছুটির পর স্কুল তালাবন্ধ করা হয়েছিল। রবিবার সকালে দেখা যায়, স্কুলের দরজার তালা ভাঙা। স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে থাকা গোপেশচন্দ্র পাত্র-সহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা। অফিসঘর-সহ আরও একাধিক ঘরের দরজার তালা ভাঙা হয়েছে। প্রধান শিক্ষকের ঘর থেকে আনুমানিক ১৫ হাজার টাকা চুরি হয়েছে। পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসায় মোট চারটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলি একমাস পর অভিভাবকদের ফিরিয়ে দেওয়া হবে বলে স্কুলের তরফে জানানো হয়েছিল। সেই চারটে মোবাইলও চুরি হয়েছে বলে অভিযোগ। একাধিক আলমারি ভাঙা হয়েছে।

টাকা-মোবাইলের পাশাপাশি অন্যান্য কিছু জিনিসও পাওয়া যাচ্ছে না বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। স্কুলে একাধিক সিসিটিভি রয়েছে। সেগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতে এমন ঘটনা ঘটল। এদিকে নৈশপ্রহরী কোনও কিছু বুঝতে পারলেন না কেন? সেই প্রশ্ন উঠেছে। নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।