• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

হাড়োয়ায় রক্তচাপ মাপার নাম করে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ

রক্তচাপ মাপার নাম করে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।

রক্তচাপ মাপার নাম করে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ অবশ্য ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার জ্বর, বমির সমস্যা নিয়ে নিয়ে ওই কিশোরী হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার ভোরবেলা হাসপাতালের এক কর্মী তার রক্তচাপ মাপতে গিয়েছিলেন। সেই সময় ফের রক্তচাপ মাপার অজুহাতে ওই কিশোরীকে অন্য ঘরে নিয়ে যান ওই কর্মী। অভিযোগ, সেখানেই শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। সেই সময় আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। চিৎকার করতে শুরু করে। এর ফলে হাসপাতালের লোকজন জড়ো হয়ে যায়। সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তবে যাওয়ার সময় নাবালিকাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ।

নিজের ওয়ার্ডে ফিরে এসেই ওই কিশোরী তার মাকে স্বাস্থ্যকর্মীর কীর্তির কথা বলে। এদিকে এই ঘটনার পর থেকে আতঙ্কিত নাবালিকা। মানসিকভাবে ভেঙে পড়েছে সে। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিছুক্ষণের মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।