পিছিয়ে থেকে এগােনাের লক্ষ্যে

২০১৯ এর লােকসভার নির্বাচনের নিরিখে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে ছিল একটু বেশি মার্জিনে সেই আসনগুলিতেই তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল।

Written by SNS Kolkata | March 6, 2021 12:59 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: SNS)

২০১৯ এর লােকসভার নির্বাচনের নিরিখে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে ছিল একটু বেশি মার্জিনে সেই আসনগুলিতেই তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল। এর পাশাপাশি বেশ কিছু বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকা সত্ত্বেও তৃণমূল তারকা প্রার্থী দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে গােষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে এই কেন্দ্রগুলিতে বাজিমাত করতে এমনই সিদ্ধান্ত।

বারাকপুর (রাজ চক্রবর্তী)

বিজেপি ৬৪,০৪৬

তৃণমূল ৬০,৫২৭

কৃষ্ণনগর উত্তর (কৌশানী মুখােপাধ্যায়)

বিজেপি -১,১৫ , ১৯৭৫

তৃণমূল – ৬২ , ৩২৪

আসানসােল দক্ষিণ (সায়নী ঘােষ)

বিজেপি – ১,১১,০২১

তৃণমূল- ৫৭,২০১

রাজারহাট ( অদিতি মুন্সি )

বিজেপি- ৭০,৮২৮

তৃণমূল – ৭০,০৮৫

ঝাড়গ্রাম (বীরবাহা হাঁসদা)

বিজেপি – ৮৩,৮১২

তৃণমূল- ৮২,১৬৯

উত্তরপাড়া (কাঞ্চন মল্লিক)

বিজেপি- ৭৫,৪৩৮

তৃণমূল – ৭১,৯৪৭

শিবপুর – (মনােজ তিওয়ারি)

বিজেপি- ৬৬,৬৪ ৪

তৃণমূল- ৭৫,৩৫৫

চন্ডিপুর (সােহম চক্রবর্তী)

বিজেপি- ৮৪ , ১১০

তৃণমূল – ৯৯ , ৫৭৩

বাঁকুড়া (সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়)

বিজেপি -১,১২,৮০০

তৃণমূল – ৬৫ , ৩০৪

বারাসত (চিরঞ্জিত চক্রবর্তী)

বিজেপি- ৮৯,৪৩৩

তৃণমূল – ৯৩,০২৩।