কালীপুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-বারুইপুর শাখায় চলবে বিশেষ ট্রেন। এছাড়া পুজোর দিনগুলিতে অন্যান্য সময়ের মতো এসি লোকালও চলবে। স্পেশাল ট্রেনগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
শিয়ালদহ-ডানকুনি স্পেশাল ট্রেন আগামী সোমবার রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছাড়বে। ডানকুনি পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। ডানকুনি থেকে সেটি রাত ১২টা ২৫ মিনিটে ছাড়বে। রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। শিয়ালদহ-বারাসত স্পেশাল ট্রেন সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। বারাসতে পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। বারাসত থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।
Advertisement
বনগাঁ-বারাসত স্পেশাল সোমবার রাত সাড়ে ১২টায় বনগাঁ থেকে ছাড়বে। বারাসতে পৌঁছবে রাত দেড়টায়। বারাসত থেকে আবার ট্রেনটি রাত ২টোয় ছাড়বে। বনগাঁ পৌঁছবে রাত ৩টে ৮ মিনিটে। শিয়ালদহ-রানাঘাট শাখায়ও স্পেশাল ট্রেন চলবে। রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। রানাঘাটে পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। রানাঘাট থেকে একটি স্পেশাল ট্রেন রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে ১টা ৪০ মিনিটে।
Advertisement
শিয়ালদহ-বারুইপুর স্পেশাল ট্রেন রাত সাড়ে বারোটায় শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। বারুইপুর থেকে ট্রেনটি রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে। প্রসঙ্গত, রাজ্য সরকারের আর্জি অনুযায়ী, নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দাঁড়াবে না। তার পরিবর্তে ৫ অথবা ৬ নম্বর স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে।
Advertisement



