• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে কুকথার অভিযোগ

বিতর্ক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যেন ছাড়ছেই না। শিক্ষকদের অপমান করার অভিযােগ উঠল বিশ্বভারতীর ভার্চুয়াল বৈঠকে উপাচার্যের বিরুদ্ধে।

বিতর্ক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যেন ছাড়ছেই না। শিক্ষকদের অপমান করার অভিযােগ উঠল বিশ্বভারতীর ভার্চুয়াল বৈঠকে উপাচার্যের বিরুদ্ধে। ওই ভার্চুয়াল বৈঠকের দু’টি অডিও ক্লিপ সামনে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। 

মঙ্গলবার বিকেলে কোভিড পরিস্থিতি নিয়ে আলােচনা করার জন্য ভার্চুয়াল বৈঠক আয়ােজন করা হয়েছিল। ওই বৈঠকে যােগ দিয়েছিলেন বিশ্বভারতীর শিক্ষক, আধিকারিক এবং অশিক্ষক কর্মচারীরা। এই বৈঠকেই আপত্তিকর মন্তব্য করেন উপাচার্য বলে অভিযােগ।

Advertisement

বৈঠকে থাকা একজনকে বাইরের লােকের দালালি’করার অভিযোগও তােলেন। সেইসঙ্গে উপাচার্য শিক্ষকদের একাংশকে বিশ্বভারতীর শিক্ষক হওয়ার উপযুক্ত কিনা সেই নিয়েও প্রশ্ন তােলেন। এই বৈঠকে অডিও ক্লিপ সামনে আনা হয়েছে শিক্ষক সংগঠনের তরফে। উপাচার্যের এমন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন পড়ুয়া এবং আশ্রমিকদের একাংশ।

Advertisement

Advertisement