২০২৬ সালের বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। তার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের সেই লড়াইয়ে তৃণমূল শিবিরে প্রস্তুতি তুঙ্গে। এই সময়েই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেলের রাশ শক্ত হাতে ধরেছেন। এসআইআর আবহে রাজ্যবাপী দলীয় নির্দেশ কতটা বাস্তবায়িত হচ্ছে, তা খতিয়ে দেখতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন। সেজন্য তিনি নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। দলীয় সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর কোচবিহার থেকে তিনি পরিদর্শন কর্মসূচি শুরু করবেন। এরপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর–সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাঁর টানা কর্মসূচি থাকছে।
উত্তরবঙ্গ সফরের মুখ্য উদ্দেশ্য, রাজ্যজুড়ে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখা। নভেম্বরের শুরু থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারের নাম, ঠিকানা ও নথিপত্র যাচাই করছেন তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তাঁদের সঙ্গে থেকে বুথ স্তরের এজেন্টরাও কাজ তদারকি করছেন। প্রতিটি বিধানসভায় আলাদা ‘যুদ্ধ কক্ষ’ ও এলাকায় ছড়িয়ে থাকা ক্যাম্পগুলির কার্যকারিতা মূল্যায়নও করবেন অভিষেক।
Advertisement
দলীয় সূত্রের খবর, এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি নয়, প্রতিটি জেলার সংগঠনের প্রস্তুতিও খতিয়ে দেখবেন। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচনী রণকৌশলের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। প্রতিটি জেলার জন্য আলাদা মূল্যায়নের প্রতিবেদন তৈরি করা হবে।
Advertisement
উত্তরবঙ্গ–কেন্দ্রিক এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। বহুদিন ধরে দলের অন্দরে আলোচিত প্রচার অভিযান ‘নবজোয়ার–২’ এবার নতুন আঙ্গিকে শুরু হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। অভিষেক এই সফরের সময়েই সেই কর্মসূচির ঘোষণা করতে পারেন এমন অনুমানও করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের এক নেতা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরেজমিনে গিয়ে প্রতিটি ক্যাম্প ও ওয়ার রুম বা ‘যুদ্ধ কক্ষ’-র কাজকর্ম পরিদর্শন করবেন। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে তিনি প্রস্তুতির অগ্রগতি বুঝে নেবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন।
প্রসঙ্গত, আগামী বছরের নির্বাচনে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। কারণ গত দু’টি নির্বাচনে এই অঞ্চলে সর্বাধিক প্রভাব বিস্তার করেছে প্রতিপক্ষ বিজেপি। এইসব অঞ্চলকে বিরোধীশূণ্য করাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য। তাই অভিষেকের এই উত্তরবঙ্গ সফরকে তৃণমূলের নির্বাচনী প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে এই সফর বড়সড় প্রভাব ফেলতে পারে। আগামী নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর তৃণমূলের রোডম্যাপের প্রথম ধাপ— এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।
Advertisement



