অবশেষে মিলল অনুমতি। ২ টো ১০ মিনিটে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারেই বীরভূমের উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারকে অনুমতি দেয়নি ডিজিসিএ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপারে রামপুরহাট রওনা দিয়েছেন অভিষেক। তাদের দাবি, বিজেপি ষড়যন্ত্র করে অভিষেকের কর্মসূচি বানচালের চেষ্টা করছে। পরে তৃণমূল জানিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় তাঁদের একটি কপ্টার ভাড়া নেওয়া হয়েছে। তবে সাংসদের কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে। মন্দির নয়, প্রথমেই সভায় যোগ দেবেন অভিষেক। তারপর যাবেন সোনালি খাতুনের সঙ্গে দেখা করতে।
একঘণ্টার মধ্যেই চপারে মিটল সমস্যা। এদিন বীরভূমে পৌঁছে প্রথমে তারাপীঠ যাবেন না তিনি। প্রথমে সভা করবেন। কারণ, দীর্ঘক্ষণ ধরে তাঁর জন্য অপেক্ষায় আমজনতা। তারপর হাসপাতালে গিয়ে দেখা করবেন সোনালি বিবির সঙ্গে। বিকেলের পর তারাপীঠে পুজো দেবেন সাংসদ।
Advertisement
তৃণমূলের দাবি, অভিষেকের হেলিকপ্টারের জন্য ডিজিসিএ ছাড়পত্রই দেয়নি। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তাদের সরকারের সহায়তায় একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি ভাড়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল।
Advertisement
Advertisement



