• facebook
  • twitter
Monday, 11 November, 2024

আরজি করে অবস্থান মঞ্চের সামনে বেওয়ারিশ ব্যাগ ঘিরে বোমাতঙ্ক

খবর দেওয়া হয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াডকে।

আরজি করে এবার মিলল বোমা? বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বেওয়ারিশ ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অবস্থানমঞ্চে বৃহস্পতিবার সকালে একদল জুনিয়র ডাক্তার অবস্থানে ছিলেন। হঠাৎই তাঁদের নজরে আসে ছাইরঙা পরিত্যক্ত একটি ব্যাগ। বেওয়ারিশ ব্যাগ দেখে সবাই মালিকের খোঁজ করতে থাকেন। কিন্তু কেউই সদুত্তর দিতে না পারায় আতঙ্ক ছড়ায় চিকিৎসকদের মধ্যে। অবস্থানমঞ্চ থেকে সরে যান তাঁরা। খবর দেওয়া হয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াডকে। সত্যিই বোমা রেখে গিয়েছে কেউ, নাকি বোমাতঙ্কের মিথ্যে রটনা ছড়িয়েছে – তা বম্ব স্কোয়াড আসলেই জানা যাবে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে এক স্নাতকোত্তর প্রশিক্ষণরতা ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। এই ঘটনাতে রাজ্য তথা দেশ উত্তাল। তদন্তে চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় বলে এক সিভিক পুলিশকর্মীকে। আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠদেরও গ্রেপ্তার করা হয়েছে, তবে তা আর্থিক দুর্নীতির কারণে।