• facebook
  • twitter
Monday, 17 March, 2025

জঙ্গি সন্দেহে আরামবাগে যুবকের বাড়িতে হানা এনআইএ–র

জঙ্গি সন্দেহে আরামবাগের সানাপাড়া থেকে এক যুবককে পাকড়াও করল এনআইএ। অভিযুক্ত ওই যুবকের নাম সাবিরউদ্দিন আলি।

এনআইএ। ফাইল চিত্র।

জঙ্গি সন্দেহে আরামবাগের সানাপাড়া থেকে এক যুবককে পাকড়াও করল এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদের সঙ্গে সে যুক্ত আছে। অভিযুক্ত ওই যুবকের নাম সাবিরউদ্দিন আলি। শুক্রবার সকালে তদন্তকারী আধিকারিকরা তাঁর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সাবিরকে গ্রেপ্তার করে কলকাতার এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এনআইএ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিষিদ্ধ ওই সংগঠনের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে সাবিরউদ্দিনের।

উল্লেখ্য, শেখ সুলতান সালহউদ্দিন আয়ুবি নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে মোট ৮টি রাজ্যের ১৯টি জায়গায় তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা। পশ্চিমবঙ্গের আরামবাগের পাশাপাশি বিহার, অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান ও জম্মু–কাশ্মীরে তল্লাশি চালান তদন্তকারীরা। জঙ্গি সন্দেহে আরামবাগের সাবিরউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা।

তবে, সাবিরউদ্দিন যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা মানতে পারছেন না স্থানীয়রা। তারা বলেন, ওই যুবক বাইরে বাইরে কাজ করলেও এলাকায় খুবই শান্ত ছেলে হিসেবেই পরিচিত। কারও চোখে চোখ রেখে কথা বলে না। সম্ভবত বাইরে থাকার সময়ই চরমপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। অভিযুক্ত যুবক সত্যিই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাক‍লে তার কঠোর শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে আরামবাগের প্রত্যন্ত সানাপাড়ায় হাজির হন এনআইএ–র কয়েকজন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা স্থানীয়দের কাছ থেকে সাবিরউদ্দিনের বাড়ি কোথায় তা জানতে চান। সেই পথনির্দেশ মতোই এদিন অভিযুক্ত যুবকের বাড়িতে পৌঁছান তদন্তকারীরা।

উল্লেখ্য, আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি পড়শি দেশে। এর জেরে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকাতেও জঙ্গি কার্যকলাপের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে এনআইএ। দেশজুড়ে এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।