দু’দিনের আনন্দমার্গ ধর্ম মহা সম্মেলন

Written by SNS April 1, 2024 1:28 pm

নিজস্ব প্রতিনিধি— আনন্দ মার্গ প্রচারক সংঘ দ্বারা আয়োজিত জংলিঘাট, পোর্টব্লেয়ার আন্দামান নিকোবরে দুই (৩০ এবং ৩১ মার্চ) দিনের আনন্দ মার্গ ধর্ম মহা সম্মেলন, যা আজ প্রভাত সংগীত, বাবা নাম কেবলম কীর্তন এবং সম্মিলিত ধ্যানের মাধ্যমে শুরু হয়েছিল৷ উক্ত ধর্ম মহা সম্মেলনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, আসাম, উত্তর প্রদেশ থেকে শত শত সন্ন্যাসী, এবং গৃহি মার্গী অংশ নিচ্ছেন৷ আনন্দ মার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য কিংশুক রঞ্জন সরকার এবং আনন্দ মার্গের পুরোধা প্রমুখ মানব অগ্রগতি নিয়ে বক্তৃতা দেন৷ তিনি আরও ব্যাখ্যা করেছেন যে মানুষের অস্তিত্ব – শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক৷ তাই মানুষকে তিনটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে৷ পরমপুরুষ অর্জনই মানুষের পরম লক্ষ্য৷ শ্রী শ্রী আনন্দমূর্তিজির মতে, ধ্যান আমাদের লক্ষ্যের প্রধান উপাদান৷ আনন্দ মার্গ দর্শনে কর্ম, জ্ঞান ও ভক্তি সমান গুরুত্বপূর্ণ৷ আমাদের কর্ম করতে হবে এবং লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জ্ঞান বাড়াতে হবে তাহলে ভক্তি স্বয়ংক্রিয়ভাবে উত্থিত হবে৷